Khoborerchokh logo

গাজীপুর মহানগরীর নাওজোর হইতে ১৪২ বোতল ফেন্সিডিল,প্রাইভেটকারসহ ২ জন মাদক ডিলারকে আটক করেছে র‌্যাব-১ 152 0

Khoborerchokh logo

গাজীপুর মহানগরীর নাওজোর হইতে ১৪২ বোতল ফেন্সিডিল,প্রাইভেটকারসহ ২ জন মাদক ডিলারকে আটক করেছে র‌্যাব-১

খবরের সময় ডেস্ক
 র‌্যাব-১, স্পেশালাইজড কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুরের একটি আভিযানিক দল গোপন বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানতে পারে যে,ফেন্সিডিলের একটি বড় চালান দেশের উত্তর অঞ্চল হতে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তার দিকে আসিতেছে।

উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দল অত্র ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন, (জি),বিএন এর নেতৃত্বে তাৎক্ষনিক জিএমপি, গাজীপুর বাসন থানাধীন ইটাহাটা নাওজোর সাকিনস্থ ভান্ডারী হোটেল এন্ড রেস্তোরার সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন।
ছবি-মাদক কারবারীদের প্রাইভেট কার
আভিযানিক দলটি সংগীয় ফোর্সের সহায়তায় আসামী ১। মোঃ জাহাঙ্গীর হোসেন(৪৪), পিতা-মৃত আব্দুল ছাত্তার, মাতা-মোসাঃ নুরজাহান বেগম, সাং-উত্তর গোরকাটা, থানা-সেনবাগ, জেলা-নোয়াখালী, এ/পি-বাসা নং-৪৬৫/২, কাওলা, নুর মদিনা জামে মসজিদ রোড (নাসির উদ্দিন এর বাড়ীর ভাড়াটিয়া), থানা-দক্ষিণ খান, ডিএমপি, ঢাকা, ২। মোঃ ইয়াছিন(১৯), পিতা-মোঃ এখলাছ খালাসী, মাতা-পারভীন বেগম, সাং-বদরপাশা, থানা-রাজৈর, জেলা-মাদারীপুর, এ/পি-সাং-ষাট ফিট, রাকেক মোল্লা মোড়, মোল্লা রোড রব মসজিদ (রাসেল এর বাড়ীর ভাড়াটিয়া), থানা-মিরপুর মডেল, ডিএমপি, ঢাকা দ্বয়কে নাতে নাতে গ্রেফতার করা হয়। এসময় উপ¯ি’ত সাক্ষীদের সামনে ফোর্সের সহায়তায় আসামীদের দখল হইতে ১৪২ বোতল বিদেশী ফেন্সিডিল, ০১(এক) টি প্রাইভেটকার, নগদ ২৭০০/- ০২ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। 
ধৃত আসামীরা ভারতের বিভিন্ন চোরাইপথ দিয়ে ভারতীয় তৈরি আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল আনায়ন পূর্বক বিক্রয়ের উদ্দেশ্যে ফেন্সিডিল নিজ হেফাজতে রাখিয়া ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি (২) ধারায় অপরাধ করিয়াছে।  উক্ত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com